এনবিটিভি: শুক্রবারের ঘোষণায় সেই তারকা তালিকা থেকে ১১ জনকে বেছে নেওয়া হয়েছে ১১টি কেন্দ্রে লড়ার জন্য। তাঁরা হলেন রাজ চক্রবর্তী (ব্যারাকপুর), সায়নী ঘোষ (আসানসোল দক্ষিণ), জুন মাল্য (মেদিনীপুর), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বাঁকুড়া), কাঞ্চন মল্লিক (উত্তরপাড়া), মনোজ তিওয়ারি (শিবপুর), বীরবাহা হাঁসদা (ঝাড়গ্রাম), অদিতি মুন্সি (রাজারহাট গোপালপুর), কৌশানী মুখোপাধ্যায় (কৃষ্ণনগর উত্তর), লাভলি মৈত্র (সোনারপুর দক্ষিণ) এবং বিদেশ বসু (উলুবেড়িয়া পূর্ব)। এঁদের মধ্যে মনোজ প্রাক্তন ক্রিকেটার। তিনি বাংলার অধিনায়কত্বও করেছেন। আর রয়েছেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। যিনি ভারতের হয়ে খেলেছেন।