করোনা ভ্যাকসিন নিয়ে ইজরাইলে পক্ষঘাতগ্রস্ত(Paralysed) ১৩ জনের মুখ, দ্বিতীয় দফা ভ্যাকসিন দিতে শঙ্কায় ডাক্তাররা

নিউজ ডেস্ক : করোনা ভ্যাকসিন পৃথিবীর বিভিন্ন দেশে স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারী এবং প্রবীণ নাগরিকদের দেওয়া শুরু হয়েছে গতবছরই ডিসেম্বর মাস থেকে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে উদ্বেগ বেড়েছে ডাক্তারদের। কখনো নরওয়েতে ২৩ জনের করোনা ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যুর খবর, আবার কখনো পর্তুগালে কোন ডাক্তারের ভ্যাকসিন গ্রহণের পর মৃত্যু। এবার সেই উদ্বেগের তালিকায় এবার যুক্ত হলো দেশব্যাপী টিকাকরণ কর্মসূচিতে পৃথিবীর বেশিরভাগ দেশের তুলনায় অগ্রগামী ইজরাইলের নাম। ইজরাইলের জনপ্রিয় সংবাদপত্র জেরুসালেম পোস্ট এর খবরে জানা গেছে, সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে করোনা ভ্যাকসিন ফাইজার গ্রহণের পরপরই ১৩ জন মুখের পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত। আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পেতে পারে।

সে কারণে দেশের বেশিরভাগ বিশেষজ্ঞ ডাক্তাররা এই ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যাপারে প্রবল আশঙ্কায় রয়েছেন। ভ্যাকসিন এর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে আশঙ্কা রয়েছে সে দেশের লক্ষ লক্ষ মানুষের মনে ও। গতবছর ২০ ই জানুয়ারি তে টিকাকরণ কর্মসূচির সূচনা করে দেশটির সরকার। এখনো পর্যন্ত দেশটিতে ষাট ঊর্ধ্ব নাগরিকদের প্রায় ৭২ শতাংশ বেশি এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ উড়িয়ে দিয়ে ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রক শীঘ্রই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের নিরাময় ঘটলে আবার ভ্যাকসিনটির দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যাপারে জোর দিয়েছে।

Latest articles

Related articles