নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বে যখন ইসলাম এবং ইসলাম সম্পর্কিত সমস্ত বিষয়কে অপরাধ এবং অপরাধীদের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা চলছে ঠিক সেসময় এক ভিন্ন চিত্র ফুটে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকার এক নামকরা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এর নাম বাঙালিয়ানা ভোজ। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে দাড়ি রাখা যেকোনো গ্রাহক তার অর্ডার করা খাবারে ১৫ শতাংশ ছাড় পাবেন। প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ভালোবেসে ধারণ করার জন্য আমাদের গ্রাহকদের প্রতি আমাদের এই ক্ষুদ্র সমর্থন। এই ছাড়ের বিষয়টিতে সারা বাংলাদেশের মানুষ যে উপকৃত হবেন এমনটা নয় তবে এই ক্ষুদ্র উদ্যোগ ভবিষ্যতে এমন আরও উদ্যোগকে উৎসাহিত করতে পারে সেজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বাহবা দিচ্ছেন অসংখ্য মানুষ।
উল্লেখ্য বেশ কিছুদিন আগে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা আড়ং এ ইন্টারভিউ দিতে যাওয়া এক চাকরিপ্রার্থীকে বাদ দেয়া হয়েছিল শুধুমাত্র তার দাড়ি থাকার কারণে। তারপর ওই চাকুরিপ্রার্থী যুবক বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করলেন তা ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে ওই সংস্থাটির তরফ থেকে দুঃখ প্রকাশ করে ছেলেটিকে চাকরি দেয়া হয়। সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে দাড়ির স্বপক্ষে ব্যাপক নৈতিক আওয়াজ উঠতে শুরু করে। সেই আওয়াজ এরই অংশ বাঙালিয়ানা ভোজ এর এই উদ্যোগ বলে মনে করছেন সবাই।