এনবিটিভি ডেস্কঃ শনিবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৮ জন শবযাত্রী। রাত ২ টো নাগাদ ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার হাঁসখালি থানার ফুল বাড়িতে। মৃত এবং আহত সকলেই উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার পারমাদন গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, গতকাল পারমাদন গ্রামে এক বৃদ্ধার মৃত্যু হয়, মৃতদেহটি সৎকারের জন্য প্রায় ২৫ জন শবযাত্রী বোঝাই ম্যাটাডোর যাচ্ছিল নবদ্বীপের উদ্দেশ্যে। ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি পাথরবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ম্যাটাডোরটির।উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীদের কয়েকজন। ঘটনাস্থলে আসে পুলিশও। আহতদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনার পরপরই প্রাণ হারান ১৭ জন শবযাত্রী। পরে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হবে।
এই মর্মান্তিক পথ দূর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে পারমাদন গ্রামে। টুইট করে শোক প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
— Amit Shah (@AmitShah) November 28, 2021
Government of West Bengal will extend every necessary assistance and support to the kin of the victims. We are beside you in this sad hour. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2021
Deeply pained at reported death of 18 people and 5 others injured in Nadia District after the vehicle they were travelling in collided with a truck parked on the side of road.
Expect all efforts @MamataOfficial to the family of deceased and injured. Need to promote Road Safety.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 28, 2021