নিউজ ডেস্ক : আসামে বিধানসভা নির্বাচনের ময়দানে আবার ধাক্কা খেল বিজেপি। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির ২২ জন প্রভাবশালী নেতা লড়ছেন নির্দল প্রার্থী হিসেবে ফলে সেই সব আসনে বিজেপির জয়ের সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি নেতাদের মধ্যে রয়েছেন আসাম বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সহ বেশ কিছু রাজ্য কমিটির পুরানো সদস্য। তাদেরকে দলের প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিজেপি থেকে ৬ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আসাম বিজেপি।
উল্লেখ্য আসামের নির্বাচনে এবার ১২৬ টি আসনের মধ্যে ৯২ টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। বাকি আসনগুলোতে প্রার্থী দিয়েছে বিজেপির জোট শরিক উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল এবং কুখ্যাত নেলী মুসলিম নিধনের পিছনে থাকা অপশক্তি আসাম গণ পরিষদ এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল। আসামে প্রথম প্রথম দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে গত শনিবার। এপ্রিল মাসের ১ এবং ৬ তারিখে দ্বিতীয় এবং তৃতীয় দাদা শেষ দফার ভোট গ্রহণ করা হবে রাজ্যটিতে। তবে ইতিমধ্যেই রাজ্যটির বিজেপি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং প্রভাবশালী হিন্দুত্ববাদী নেতা এবং রাজ্যের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিজেপির অবস্থা আরো সঙ্গীন হয়ে গেল তাদের বহু পুরনো নেতা নির্দল প্রার্থী হিসেবে করার ফলে।