প্রেমে ধোঁকা, জীবন গেল যুবকের

জৈদুল সেখ, বড়ঞাঃ ভালোবাসা কেড়ে নিল আবারো একটি তরতাজা জীবন। ভালোবেসে প্রেমিকার কাছে ধোঁকা খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল মুর্শিদাবাদের বড়ঞা থানার পারশালিকা গ্রামের বছর পঁচিশের যুবক কর্ণ ঘোষ।

এদিন সকালে তার নিজের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন, পরে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক যুবতীর সঙ্গে দীর্ঘ 4 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ঐ যুবকের। এমনকি তারা রেজিস্ট্রি করে বিয়েও করে বলে দাবি মৃতের পরিবারের। অভিযোগ, 4  বছর ধরে প্রেমের সম্পর্ক থাকলেও এদিন সকালে প্রেমিকা তার বাড়িতে ওই যুবককে ডেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলে এবং প্রেমিকাসহ প্রেমিকার পরিবারের লোকজন ওই যুবককে মানসিক চাপ দেয়। যার জেরে সম্পর্কে অবমাননা ও মানসিক চাপ সহ্য করতে না পারায়  কার্যত আত্মহত্যা করে ঐ যুবক বলে জানায় পরিবারের লোকজন। ঘটনায় শোকোস্তব্ধ যুবকের গ্রামসহ বন্ধু স্বজন। ঘটনার সঠিক তদন্তের দাবী করে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে মৃতের পরিবার থেকে সোশ্যাল মিডিয়াতেও।

Latest articles

Related articles