৬টি তাজা বোমা উদ্ধার! এই ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের সালার এলাকায়

মুর্শিদাবাদ, জৈদুল শেখ, এনবিটিভিঃ আজ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার অন্তর্গত বহরগ্রাম থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ শে অক্টোবর ২০২১ এ তৃনমূল নেতা টগর শেখের খুন হয়। সেই খুনের মূল অভিযুক্ত আনারুল সেখকে বুধবার গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে ভার প্রাপ্ত বিচারপতি তাকে তিনদিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন।

অভিযুক্তকে নিজের আওতায় পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে যে, তার বাড়ি থেকে কিছুটা দূরে বোমার মজুদ করা আছে। এরপর অবিলম্বে পুলিশ সেখানে গিয়ে বোমা গুলি উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিসপোজ স্কোয়াডে খবর দেয়। তারা এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে।

Latest articles

Related articles