জঙ্গিপুরের জোতকমলে ৭ দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের জোতকমল হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হলো পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।জোতকমল নবারুণ সংঘের পরিচালনায় গত ৩ রা জানুয়ারি এই পুষ্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় ।এই মেলায় রংবেরঙের বিভিন্ন ফুলের বাহার লক্ষ্য করা যায়।ফুলের সঙ্গে বিভিন্ন ফল সহ অন্যান্য গাছ লক্ষ্য করা যায় ।পাশাপাশি বিভিন্ন ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অন্যদিকে ফুলের মেলার বাইরে বিভিন্ন ধরণের খাবার, নাগরদোলা ,মনোহারি সহ অন্যান্য সামগ্রীর দোকানপাট লক্ষ্য করা যায় ।এছাড়াও মেলায় কন্যাশ্রী ,রূপশ্রী সহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন ধরণের জনকল্যাণমুখী কর্মসূচিমূলক বিভিন্ন ব্যানার লক্ষ্য করা যায় ।জোতকমল নবারুণ সংঘের পরিচালনায় ২৯ তম মেলা ৩ রা জানুয়ারি শুরু হয়ে ৭ ই জানুয়ারি পর্যন্ত চলে ।মেলার শেষদিনে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

Latest articles

Related articles