রাজ্যে ৮০ শতাংশ রোগীই ডেল্টা প্রজাতিতে আক্রান্ত, দাবি স্বাস্থ্য অধিকর্তার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-06-27 at 1.00.49 PM

কলকাতা: করোনার জেরে দিশেহারা দেশ। এরই মধ্যে তৈরি হয়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যা নিয়ে চিন্তিত চিকিৎসক থেকে সাধারণ মানুষ।

 

ইতিমধ্যেই দেশের ১২টি রাজ্যে ৫১ জন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তদের হদিশ মিলেছে বলে জানিয়েছে কেন্দ্র। তালিকায় আছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরল, পঞ্জাব, গুজরাতের মতো রাজ্য। বাংলায় হদিশ না মিললেও চাঞ্চল্যকর দাবি করলেন স্বাস্থ্য অধিকর্তা।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেল্টা প্লাসে আক্রান্তের হদিশ এখনও মেলেনি বাংলায়। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, দ্বিতীয় ঢেউয়ে বাংলায় যতজন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট স্ট্রেনে আক্রান্ত। আশার খবর হল, এ রাজ্যের আক্রান্তের সংখ্যা যেমন কমছে, অন্যদিকে এখনও অবধি ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্তের খোঁজ মেলেনি।

স্বাস্থ্য ভবন সূত্রেও খবর,  রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার ৫ শতাংশ জিনোম সিকোয়েন্সিং পদ্ধতি অনুযায়ী হয়। তাতে ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্ত কারও খোঁজ মেলেনি। তবে প্রতিবেশী একাধিক রাজ্যে ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্তের খোঁজ মেলায় বাড়তি সতর্কতা নিয়েছে স্বাস্থ্য দফতর।

করোনার ডেল্টা প্রজাতিকে মারাত্মক বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেল্টা প্রজাতি থেকেই ভাইরাস রূপ বদলে হয়েছে ডেল্টা প্লাস। যা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।

আইসিএমআর-এর এপিডিমিয়োলজি বিভাগের প্রধান সমীরণ পণ্ডা বলেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ওপর ভ্যাকসিন কার্যকরী কিনা তা নিয়ে এখনও গবেষণা চলছে, এখনও পর্যন্ত ১২ রাজ্যে মিলেছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, যা থেকে বলা যায় না করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে, তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ।

গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ২২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত ৯। কলকাতায় সংখ্যাটা নেমে এসেছে ১৭৬-এ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন। তবে বলাই যায় করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন এই প্রজাতি চিন্তায় ফেলে দিয়েছে নতুন করে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর