শক্তিশালী বার ও বেঞ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে পারে, এস এ মোবিন

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট জেলা আইনজীবি বারের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আজ (৮ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ২.০০ ঘটিকায় ২নং বারের হলরুমে অনুষ্ঠিত হয়। সিলেট বারের সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন অ্যাডভোকেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট এর সম্মাণিত বিচারপতি সিলেটের কৃতিসন্তান এস এ মোবিন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা ও দায়রা জজ জনাব মোঃ বজলুর রহমান, মহনগর দায়রা জজ জনাব মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে বারের বিজ্ঞ চারজন সদস্যের  আইন পেশায় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাদের সম্মাননা প্রদান করা হয়। বারের সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম ও যুগ্ম সম্পাদক এডভোকেট মাসুদুর রহমান খান মুন্না এর সঞ্চালনায় অাইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন জিপি পিপি সহ বার সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ও আইনজীবি বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এস এ মোবিন বলেন শক্তিশালী বার ও বেঞ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠায় মূখ্য ভুমিকা রাখতে পারে। দেশের প্রতিটি বারকে শক্তিশালী করে তুলতে আইনজীবিদের ঐক্যবদ্ধ থাকার ও আহবান জানান তিনি।

Latest articles

Related articles