চট্টগ্রামে সেই আলোচিত সাহেদ প্রতারণার মামলায় চার দিনের রিমান্ড

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রতারণার মাধ্যমে ৯১ লাখ টাকা আত্মসাতের দায়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্টেট সারওয়ার জাহানের আদালত। চট্টগ্রামের মেগা মোটরস নামে একটি প্রতিষ্ঠানের আমদানি করা যানবাহনের ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। এই মামলায় আজ দুপুরে সাহেদকে আদালতে হাজির করা হয়। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালত বাদী পক্ষের আবেদের প্রেক্ষিতে ওই এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ধৃমান আইচ বলেন, মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে জালিয়াতির মাধ্যমে অর্থআত্মসাত মামলায় গ্রেফতারের আবেদন করা হয়, আদালত তা মঞ্জুর করেছেন। তারা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এই মামলায় হাজিরা দিতে সাহেদকে শনিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। চট্টগ্রাম থেকে অর্থ আত্মসাতের কথা স্বীকার সাহেদের। চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের কথা আদালতে স্বীকার করেছে মো. সাহেদ ওরফে সাহেদ করিম। রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফির আদালতে রিমান্ড শুনানিতে সাহেদ নিজের এ অপকর্মের কথা স্বীকার করেন। তবে আদালত বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে সাহেদের চার দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন আদালত। এসব বিষয় নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ধৃতিমান আইচ বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম আজকে। বিজ্ঞ আদালত আবেদন গ্রহণ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আরো একটি আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এছাড়াও সাহেদ করিম নিজ মুখে এই টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন।’ চট্টগ্রামের মেগা মোটরস নামে একটি প্রতিষ্ঠানের আমদানি করা যানবাহনের ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

Latest articles

Related articles