একই দিনে দুবার উদ্বোধন গ্রীন সিটি মিশন প্রকল্প বাতিস্তম্ভের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201011-WA0010

এনবিটিভি ডেস্ক: শনিবার সন্ধে ছটায় ধেমোমেন থেকে কুলটির বিধায়ক তথা এ ডী ডী এর ভাইস চেয়ারম্যান উজ্জল চ্যাটার্জি আনুষ্ঠানিকভাবে পথো বাতী স্তম্ভ গুলোর আলো জ্বালিয়ে উদ্বোধন করার সময় সুচীর আধ ঘণ্টা আগে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এর ডেপুটি মেয়র তবাসুম আরা বাতিস্তম্ভ গুলিকে আলো জ্বালিয়ে উদ্বোধন করে দেন।উদ্বোধনের পর আবার বাতিস্তম্ভ গুলির আলো নিভিয়ে দেওয়া হয় । এরপর কুলটির বিধায়ক তথা এ ডী ডী এর ভাইস চেয়ারম্যান উজ্জল চাটার্জী আলো জ্বালিয়ে, নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে পথো বাতি স্তম্ভের উদ্বোধন করেন৷ এই প্রকল্পটি এ ডী ডী এ তরফে গ্রীন সিটি মিশন প্রকল্প। যার বাজেট ২ কোটি ২২ লাখ টাকা। ৪০১ পথ লাগানো হয় এই পথ বাতি৷ ধেমোমেন থেকে নিয়ামতপুর নিউ রোড, ইস্কোবাইপাস সোদপুর ও চৌরঙ্গী বাইপাস পর্যন্ত রাস্তার ধারে ধারে পথ বাতিস্তম্ভ গুলি লাগানো হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর