হুগলী, নুর মোহাম্মদ খান, ১৫ অক্টোবরঃ
মগরাহাট থানার কলসে সমাজসেবী সংগঠন ‘প্রেরণ’এর উদ্যোগে শিক্ষা , স্বাস্থ্য , শিশু সুরক্ষা , সন্তান প্রতিপালন এর ওপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । সেই সঙ্গে চাকদা হাটে ‘প্রেরণ’ সংগঠনের অফিস উদ্বোধন হয় । উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সংগঠক পুলিশ কমিশনার হুমায়ুন কবির ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘প্রেরণ’এর রাজ্য সংগঠক উপচে পড়া জনতার মাঝে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেন , সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসা উচিত । ধর্ম কে ঘিরে পরস্পরের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে । সম্প্রীতি বজায় রাখতে নিজের ধর্ম নিজেই পালন করুন । অন্যের ধর্মে নাক গলানো উচিত হবে না । এর ফলে বিভেদ সৃষ্টি হবে। ভেদাভেদ তৈরি হবে। অন্যের ধর্মের প্রতি বিদ্বেষ নয়, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে । তবেই দেশে শান্তি বিরাজ করবে ।
উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে কে.জি.এন মার্বেলের কর্ণধার সিরাজুল হক বলেন, আদর্শ সমাজ গঠনে কলম কালির সতর্কীকরণ ব্যবহার দরকার। কেবল গতানুগতিক শিক্ষা অর্জন করলে হবে না। ক্যারিয়ার গঠন এর পাশাপাশি নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া উচিত । প্রকৃত অর্থে সুশিক্ষার প্রয়োজন। মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফে মহান স্রষ্টা মানব জীবনের চলার পথ বাতলে দিয়েছেন। প্রকৃত অর্থে দীন ও দুনিয়ার উভয় শিক্ষা অর্জন করলে কামিয়াব হবে ।
কলস বাজারে ডালিয়া কমপ্লেক্সে উপচে পড়া ভিড়ে বক্তব্য রাখতে গিয়ে প্রেরণার রাজ্য সংগঠক ডাক্তার মেহেবুব রহমান বলেন,-শিক্ষা -স্বাস্থ্য, নারী শিক্ষা , সন্তান প্রতিপালন ও মায়েদের চেতনা বিকাশের লক্ষ্যে আজ চাকদা হাটে দক্ষিণ 24 পরগনা জেলা শাখা অফিস উদ্বোধন হয় রাজ্য সংগঠন হুমায়ুন কবিরের উপস্থিতিতে ।
উপস্থিত ছি�