নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আর্বজনা ফেলাকে কেন্দ্র করে বিবাদ পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়তের বারুই পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়; দুই ভাই মিন্টু দাস ও মিনু দাস দুই ভায়ের পরিবারের মধ্যে বাড়িতে আর্বজনা ফেলা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচ থেকে বাড়িতে বিবাদ সৃষ্টি হতে থাকে। মিনু দাসের পরিবারে লোকেরা মারধোর করে মিন্টু দাসের পরিবারে লোকেদের মারধর করে বলে অভিযোগ।
ঘটনায় আহত হয় বেশ কয়েকজন, আহতদের স্থানীয় বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রীতিমতো হাসপাতালে গিয়েও হামলা করে বলে অভিযোগ। হাসপাতালের চত্বরে উপস্থিত জনগণ তাদেরকে রক্ষা করার চেষ্টা করে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ । হসপিটাল থেকে দুই পরিবারের লোককে আটক করে হবিবপুর থানায় তুলে নিয়ে যাওয়া হয়।