চীন কে চাপে রাখতে;মায়ানমারকে অত্যাধুনিক ডুবো জাহাজ উপহার ভারতের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201016-WA0044

এনবিটিভি: মায়ানমারকে অত্যাধুনিক ডুবো জাহাজ উপহার ভারতের। সমুদ্র-সীমান্ত প্রহরায় উপহার, দাবি ভারতের বিদেশ মন্ত্রকের। চাপে চিন। চিনকে চাপে রাখতে পড়শি দেশ মায়ানমারকে ডুবোজাহাজ উপহার দিল ভারত। অত্যাধুনিক ওই ডুবোজাহাজটি মায়ানমারের একমাত্র ডুবোজাহাজ। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সমুদ্র-সীমানা প্রহরায় মায়ানমারকে এই উপহার। মায়ানমারকে অত্যাধুনিক ডুবোজাহাজ উপহার দেওয়ায় ভারতের আর এক প্রতিবেশী দেশ চিন বেজায় চাপে পড়ে গেল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

কিছুদিন আগেই লাদাখে সংঘর্ষ হয় ভারত-চিন দুই দেশের সেনার। তারপর থেকেই ভারতকে উপযুক্ত শিক্ষা দিতে উঠেপড়ে লাগে চিন। নেপাল এবং পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা চালিয়ে যায় তারা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চিনকে যোগ্য জবাব দিতে সলতে পাকানো শুরু করে ভারতও। সেই কারণেই প্রতিবেশী দেশ মায়ানমারকে আইএনএস সিন্ধুবীর নামের অত্যাধুনিক ডুবোজাহাজ উপহার ভারতের। বিদেশ মন্ত্রকের বিদেশ সচিব অনুরাগ শ্রীবাস্তব বলেন, “প্রতিবেশী দেশের সামর্থ বাড়িয়ে এশিয়ার সব মানুষকে নিরাপত্তা দেওয়াই আমাদের লক্ষ।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর