জুলফিকার মোল্যা, এনবিটিভিঃ করোনা গ্রাসে ধস নেমেছে গোটা বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশ সহ ভারতেও লক ডাউন জারি৷ ইতিমধ্যে লক ডাউনেই মুসলিমদের পবিত্র রমজান মাস চলছে। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ১৭ই মে ও রাজ্যের ঘোষণা অনুযায়ী ২১শে মে লক ডাউন চলবে। রমজান শেষ হতেই ২৫ শে মে পবিত্র ঈদ পালিত হবে। লকডাউনের মধ্যেই বিশ্বজুড়ে চলছে রোজা পালন। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। কিন্তু ঈদে কী হবে তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মধ্যেই। ঈদে কি লকডাউন শিথিল হবে? না কি ঘরবন্দি হয়েই কাটবে এবারের খুশির ঈদ? এসব জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বেঙ্গল ইমামস এসোসিয়েশন সংগঠন। চিঠিতে মুখ্যমন্ত্রীকে তাঁদের অনুরোধ, দয়া করে ঈদে লকডাউন শিথিল করবেন না।
ঈদের আগে লক ডাউন না তোলার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিলেন বেঙ্গল ইমামস এসোসিয়েশনের চেয়ারম্যান মাওলানা ইয়াহিয়া। মুখ্যমন্ত্রীর পত্রে তিনি জানান, “আগে মানুষ বাঁচুক, পরে উৎসব। অন্ততঃ ৩০ তারিখ পর্যন্ত লক ডাউন বাড়িয়ে দিন।”
ইতিমধ্যে ঈদের কেনাকাটা লাটে উঠেছে। তাতে সাধারণ মানুষের সঙ্গে মন খারাপ ব্যবসায়ীদেরও। তবে করোনা সংক্রমণ যে হারে ছড়াচ্ছে তার মধ্যে লকডাউনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন না কেউ। এই পরিস্থিতিতে লকডাউন শিথিল হলে যে কী পরিণতি হতে পারে তা বিলক্ষণ জানা আছে ইমামদের। তাই মুখ্যমন্ত্রীকে ঈদ উপলক্ষে লকডাউন না তোলার বিনীত অনুরোধ করেছেন তাঁরা।