গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৩

শান্ত রাজীব
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি বাসস্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। আহত ব্যক্তিরা হলেন, গ‌ওহরডাঙ্গা গ্রামের মোঃ জামাল শেখের ছেলে মোহাম্মদ চানমিয়া শেখ (৩৫), একই গ্রামের মোঃ শরিফুল শেখের ছেলে, মোঃ আরিফ শেখ (১৯) ও তার ছোটভাই আলি ইসলাম (১৫)। আহত ব্যক্তির পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী আরিফুল ইসলাম নামে ড্রাইভার পাটগাতি বাস স্ট্যান্ড হয়ে চৌরঙ্গী মোড়ে যাওয়ার পথে একটি ভ্যান ড্রাইভার এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা টোল আদায় করি কাসের ও মুনায়েম ও তার দলবল সহ আরিফ হোসেন এর উপরে অনাকাঙ্ক্ষিত ভাবে হামলা চালায়। কত আরিফের চাচা মোঃ চান মিয়া শেখ বিষয়টি শুনতে গেলে তার ওপর ক্ষিপ্ত হয়ে চালানো হয় অতর্কিত হামলা। এবং দলভুক্ত হামলার কারণে চান মিয়া শেখের একটি পা ভেঙে যায়। আহত ব্যক্তিদের ১০০ শয্যা বিশিষ্ট টুংগীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাহলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হস্তান্তর করেন। আহত ব্যক্তিদের পরিবারের দাবি তারা যেন এই ঘৃণিত হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার অনতিবিলম্বে পায়।

Latest articles

Related articles