রাজিয়া সুলতানা
স্টাফ রিপোর্টার:
নাটোরের সিংড়ায় ৫ নং চামারী ইউনিয়নের লংকা জলাশয় দিয়ে পাঙ্গাশিয়া ও চকলংকা মৌজার জমির মালিকদের নিচু জমিতে বর্ষার পানি জমে বিলের সৃষ্টি হয়। এই বিলের পানি বেড় হয়ে নদীতে গিয়ে পড়ে এবং পানি সময়মত বেড় করে দেয়ার জন্য সরকার স্লুইসগেট করে দিয়েছেন। আর এই স্লুইসগেট দিয়ে পানি বেড় করার সময় স্রোতের সৃষ্টি হয় সেখানে সুতিজাল সহ বিভিন্ন ভাবে মাছ ধরা হয়। আর এই মাছ বিক্রি করার কথা সরকারপক্ষ। অথচ খোঁজ নিয়ে একাধিক জমির মালিকের নিকট জানা যায়। এবার ২ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে জলা বিক্রি করেছে আরিফ মেম্বর। এবিষয়ে আরিফ মেম্বর কে ফোন দিলে তিনি জানান এই টাকা এলাকার মসজিদ মাদ্রাসায় দান করা হয়েছে। তবে পাঙ্গাশিয়া মসজিদে কর্তৃপক্ষ কোন টাকা পাননি বলে জানান এ প্রতিবেদক কে। ভয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান জলা বিক্রির টাকা হামিদুর রহমান হিরো ও আরিফ মেম্বর মিলে ৪/৫ বছর ধরে খাচ্ছে এবং গত ২ বছর পূর্বে জলা বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনা হয়। তারা দাবি করেন জমি তাদের অথচ জলা বিক্রি করে খায় ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ বিচার চাইবে কার কাছে এলাকাবাসী । সাধারণ ভুক্তভোগী জমির মালিকের দাবি জলার পরিমাণ প্রায় একশত বিঘার মতো জলা বিক্রির টাকা সরকারি ঘড়ে জমা হবে অথবা এলাকার মানুষের জমির মালিকের সমন্বয় সমিতির মাধ্যমে নিলাম করে জলা বিক্রি করে ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা দান করতে হবে। কোন ক্রমেই মেম্বর এই টাকা খাইতে পারেনা তাঁরা এর প্রতিকার চান। এলাকাবাসীর সূত্রে জানা জায় আরিফুল ইসলাম আরিফ এর অনেক অনিয়ম দুর্নিতির কারনে আমরা বাহিরে মুখ দেখাতে পারছিনা।
আমরা এর সঠিক সমাধান আজো পাইনাই।
নাটোর জেলা সিংড়া উপজেলার
এসিল্যান্ড ও সকল প্রশাসনের
সু দৃষ্টি কামনা করি।