সিপিএম কংগ্রেস তৃণমূল ছেড়ে ওয়াইসির মিম পার্টিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে মুর্শিদাবাদে

এনবিটিভি: সম্প্রতি বিহার নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাতুল মুসলিমিন তথা মিম পাঁচটি আসনে জয়লাভ করে চমক দেখিয়েছে। বিহারে পাঁচটি আসনে জয়লাভ করার পর বাংলার কয়েকটি জেলা কে টার্গেট করেছে ওয়াইসি। তারমধ্যে উল্ল্যেখযোগ্য উল্লেখযোগ্য মুর্শিদাবাদ।70 শতাংশ মুসলিম অধ্যুষিত এই জেলায় দাপিয়ে বেড়াচ্ছে মিম কর্মীরা।

ওয়াইসি বাংলায় আসার কথা ঘোষণা করার সাথে সাথেই।সিপিএম কংগ্রেস তৃণমূল ছেড়ে মিম পার্টিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের মিমনেতা আসাদুল ইসলামের নেতৃত্বে
রেজিনগর ও ডোমকল বিধানসভা থেকে থেকে শাতশতাধিকের অধিক মানুষ বাম-কংগ্রেস, তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেছে। রাণীনগরের বাবু মোল্লার হাত ধরেও মিমে যোগদান করে কয়েকশো মানুষ।

যোগদানকারীদের অভিযোগ বাম কংগ্রেস তৃণমূল কেউ তাদের ন্যায্য অধিকার দেয়নি। স্বাধীনতার ৭৪ বছরেও মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় হয়নি । তারা আশাবাদী অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাতুল মুসলিমিন তাদের সেই আশা পূরণ করবে।

Latest articles

Related articles