জালিস মাহমুদ,
পিরোজপুর প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
০৬ ডিসেম্বর (রবিবার) স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আঃ রাজ্জাক খান বাদশা,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পারভেজ রাজা প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল হক টিটু, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল সহ জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।