নিউজ ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল থমকে গিয়েছিল করোনা পরিস্থিতিতে। সি এ এ আইনের প্রতিবাদী মিছিল কারিরা দাবি করেন যে তাদের উপরে রুযু করা করা মামলা তুলে নিতে হবে কেন্দ্রীয় সরকারের।
সি এ এ বিল প্রণয়নের এক বছর পূর্তিতে শুরু হল আবার প্রতিবাদ মিছিল। তাদের দাবি, সিএএ আইন প্রত্যয়ন করা তো যাবেই না তাছাড়াও, আন্দোলনকারীদের উপর রুজু করা মামলা তুলে না নিলে সরকারবিরোধী আন্দোলনের ডাক আরো জোরদার হবে ।
নাগরিকপঞ্জি বিরোধী যৌথ মঞ্চ আন্দোলনের ডাকে শনিবার সভা ছিল রাজাবাজারে। সেখানে আন্দোলনকারীরা জোর দিয়ে বলেন বিল প্রত্যাহার না করা হলে আবারো মাঠে নামবে সাধারণ জনগণ । রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মতুয়াদের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিষয়েও জোর প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। তারা বলেন, নতুন নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি টা সম্পূর্ণ ভাঁওতাবাজি।
যৌথ মঞ্চের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বসু বলেন সামনে আসছে ভোট ,এবং এজন্যই বিজেপি নাগরিকত্ব দেয়ার প্রলোভন দেখিয়ে সাম্প্রদায়িক অরাজকতার মাধ্যমে বাংলা দখল করতে চাইছেন।