জমি নিয়ে দুষ্কৃতীদের হামলা বাঁকড়ায়

এনবিটিভি ডেস্ক: এয়ারপোর্ট থানার অন্তর্গত বাঁকড়া গ্রামে গত ২০০৭ সালে সালমা বেগম নামে এক মহিলা একটি জমি কেনেন। এই খবর প্রকাশ হতেই আজিজুদ্দিন, রিয়াজউদ্দিন, আব্দুল আলিম, মাহফুজা বেগম ও অন্যান্য দুষ্কৃতীরা সালমা বেগমের ওপর চড়াও হয় এবং ওই জমির উপর সালমা বেগমের স্বামী আব্দুল হান্নানের একটি দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়।

এ বিষয়ে থানায় কমপ্লেন করা হলে সালমা বেগম কে প্রাণে মারার হুমকি দেয় এবং এয়ারপোর্ট থানায় একাধিক কে রুজু করা হয়। এমত অবস্থায় গত ১৪-১০-২০২০ ও ১৮-১০-২০২০ তারিখে আবার ওই জমি দখল করার চেষ্টা করে। গত ০২-১১-২০২০ তারিখে ওই জমির উপর ১৪৪ জারী হয়। কিন্তু আজ বহিরাগত আজিজুদ্দিন, রিয়াজ উদ্দিন, মহাসুনা বেগম, আব্দুল আলীম ও মাহমুদ আহমেদ সহ একাধিক দুষ্কৃতী দিয়ে জমি দখল করার চেষ্টা করে। সালমা বেগম বাধা দিতে গেলে সালমা বেগম ও তার স্বামীকে গৃহবন্দী করে ও প্রাণ নাশের হুমকি দেয়। এয়ারপোর্ট থানার পুলিশ আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় পুলিশ চলে গেলে পুনরায় আবার কাজ করতে থাকে। বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনায় সালমা বেগম তার স্বামীর প্রাণ নাশের আশঙ্কা করছেন।

Latest articles

Related articles