সংখ্যালঘু উন্নয়নের টাকা ফেরত দেওয়ার প্রতিবাদে কোলাঘাট ব্লকে সংখ্যালঘু যুব ফেডারেশনের বিক্ষোভ মিছিল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201214-WA0021

এনবিটিভি ডেস্ক: সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা ফেরত চলে যাচ্ছে। থমকে যাচ্ছে উন্নয়নমূলক প্রকল্পগুলি। এরই প্রতিবাদে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন সোমবার কোলাঘাট ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখায় এবং ২৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। সংখ্যালঘু যুব ফেডারেশনের কয়েক হাজার কর্মী সমর্থক ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে প্রথমে মিছিল সহকারে ব্লক প্রশাসনিক ভবনের সামনে পৌঁছায়। মিছিল থেকে কালাকানুন কৃষি বিল প্রত্যাহার করার দাবি জানানো হয় এবং কৃষকদের আন্দোলনের সমর্থনে নানা শ্লোগান ওঠে। পরে ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার টেবিলে ব্লক উন্নয়ন আধিকারিক মদন মন্ডল স্বীকার করেছেন ২০২০ – ২১ আর্থিক বছরে সংখ্যালঘু উন্নয়নের বরাদ্দকৃত কিছু টাকা ফেরত দিয়েছে গিয়েছে। তবে সেই টাকা যাতে ফেরত আসে তার জন্য চিঠি লেখা হবে।

বাউলিয়া জুমা মসজিদের পাশে গাড ওয়াল নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে এক লক্ষ টাকা বরাদ্দ হলেও তার কাজ হয়নি। ব্লক প্রশাসনের বক্তব্য মাত্র ১ লক্ষ টাকায় অত বড় কাজ করা সম্ভব নয়। তাই সংখ্যালঘু যুব ফেডারেশন আবার স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা করে আরও কয়েক লক্ষ টাকা যাতে পাওয়া যায় তার দরবার করবেন। সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শেখ ফজলুর রহমান বলেন রূপনারায়ন নদীর বাঁধের উপর খড়িচকপুল থেকে নগুড়িয়া সুইলিস পর্যন্ত ঢালাই রাস্তার নির্মাণকার্য আনুষ্ঠানিকভাবে শুরু হলেও কাজ সম্পন্ন হয়নি। ব্লক উন্নয়ন আধিকারিক অবশ্য এই কাজ কেন হয়নি, তাতে বিস্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যাতে কাজটি সম্পন্ন হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেজন্য তিনি চিঠি লিখবেন। ফেডারেশনের জেলা সভাপতি মনিরুল হক বলেন জেলায় মাত্র চারটি সংখ্যালঘু-অধ্যুষিত। তারপরও টাকা ফেরত যাচ্ছে এটা অত্যন্ত আক্ষেপের। এদিন বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হামিদুল হোসেন, ডা. মোজাফফর আলি খান, শেখ সাঈদ ইসলাম, সেখ আসলাম আলি, সেখ ইসলু প্রমূখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর