নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগে বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী দাবি করেছিলেন যে ,ভারতের জাতীয় সংগীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জন গণ মন’ কে বাদ দিতে হবে। যার জন্য, প্রবল সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে শান্তিনিকেতন। ধিক্কার জানান সাধারণ জনগণ থেকে বুদ্ধিজীবীরা ।এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল এছাড়া ব্যক্তিগত বলে উড়িয়ে দেন।কংগ্রেস নেতা অধীর চৌধুরী এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন।
কবিগুরুর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা সবাই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এছাড়াও ঠাকুর পরিবারের তরফ থেকেও কঠোর নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবের।
শান্তিনিকেতনের প্রাক্তন অধ্যাপক সুপ্রিয় ঠাকুর বলেন যে, এই প্রস্তাব দুঃখজনক ও অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন কবিগুরুর এই সঙ্গীতটিকে অনেক আলাপ আলোচনা ও ভেবে চিন্তেই জাতীয় সংগীত এর রূপ দেয়া হয়েছিল। এখন এর পরিবর্তে অন্য কিছু দেওয়ার কল্পনাও নিরর্থক।
উল্লেখ্য কয়েকদিন আগে বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী জাতীয় সংগীতে ‘সিন্ধু’ শব্দের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সংগীতটি বাদ দেয়ার দাবি করেছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে ভারতবর্ষ স্বাধীন হবার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধুদেশ আলাদা হয়ে গিয়েছিল কিন্তু তখনও ভারতের সংবিধান প্রণেতারা এই জাতীয় সংগীত নিয়ে যখন কোনো আপত্তি তোলেননি তখন সুব্রমনিয়ম স্বামীর এখনই আপত্তির যৌক্তিকতা কোথায়?