ব্রিটেনে ফাইজারের প্রথম কোভিড নাইনটিন টিকা নেওয়ার ঘটনা কি সত্য নাকি সাজানো?

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

covid-19-vaccine-770x433

News desk :  প্রথম কোভিড নাইনটিন এর টিকা নিয়ে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছিলেন মার্গারেট কিনান। এমনটাই চলছিল ব্রিটেনে, চারিদিকে ব্রিটেন এর জয়জয়কার ।কিন্তু ,এমত সময় এই খবরটা কে ভুয়ো বলে দাবি করেন নেটাগোরিক দের একাংশ ।তারা দাবি করেন , ৮ ই ডিসেম্বরে ঘটে যাওয়া ঘটনা সম্পূর্ণ ভুয়া এবং সাজানো। তারা এটি সত্য প্রমাণ করতে বলেন যে, মার্গারেট কি নান মারা গিয়েছেন ২০০৮ সালে। তার জায়গায় টিকা নেয়ার অভিনয় করছেন স্কট লিজ নামের এক ক্রাইসিস অ্যাক্টর।

এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে, প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়, প্রশ্ন উঠেছে সাধারণ জনগণের মনে, তবে কি ৮ই ডিসেম্বরে ঘটে যাওয়া ঘটনাটি কি সত্যি না সাজানো?
এই ঘটনার সত্যতা বাদ বিবেচনা করার আগেই, এর কয়েকটি ভুয়া ফটো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার সত্যতা প্রমাণে নেটাগোরিকদের একাংশ স্কট লিজের সবিস্তার বর্ণনা দেন।
তারা বলেন স্কট লিজ হলেন একজন বিখ্যাত মডেল এবং একজন ক্রাইসিস অ্যাক্টর। তার মত একজন ক্রাইসিস এক্টরের পক্ষে এইরকম একটা অভিনয় করা খুব একটা অসুবিধা জনক নয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর