আবারও আজ মুর্শিদাবাদ শাখা আজমল ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করলো

এনবিটিভি ডেস্ক, ১৬ই ডিসেম্বর, ২০২০: এখন মুর্শিদাবাদে বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। যে কারণে দুঃস্থ অসহায় মানুষেরা ঠাণ্ডায় কাঁপছে। ঠিক সেই মুহুর্তে ঈশা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশনের সার্বিক প্রচেষ্টায় মুর্শিদাবাদ আজমল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের নেতৃত্বে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করে চলেছেন। আজকে বেলডাঙ্গা জালিলিয়া ও ত্রিমোহিনী মহিলা মাদ্রাসা এবং রেজিনগর ময়দানে ময়দানের প্রায় পাঁচশো জন গরিব দুঃখি মানুষকে শীতবস্ত্র ব্লাঙ্কেট দেওয়া হলো। শীতবস্ত্র পেয়ে এলাকার জনগন খুবই খুশি হয়ে বিশিষ্ট সমাজসেবী পীরে কামিল আজমল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মাওলানা বদরুদ্দিন আজমল ও মুর্শিদাবাদ শাখা আজমল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের জন্য সার্বিক মঙ্গল কামনা করেন।

উপস্থিত ছিলেন কারি রিয়াসতুললা, হাফেজ তৌহিদ, মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বক্কর, অফিস সহায়ক হাফিজ রবিউল, মাওলানা আব্দুল খাবির,মাওলানা আমিনুল, মাওলানা আব্দুল মাজীদ সাহেব সহ আরো অনেকে।

Latest articles

Related articles