মুরারাই ১ ও ২ নং ব্লকের নতুন আধিকারিকদের সংবর্ধনায় বাংলা সংস্কৃতি মঞ্চ

এনবিটিভি ডেস্ক: আজকে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে বীরভূম জেলার মুরার‌ই-১ ও মুরার‌ই-২ ব্লকের আগত নতুন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণব চট্টরাজ ও নাজির হোসেনকে সম্বর্ধনা জানালেন বাংলা সংস্কৃতি মঞ্চের

বীরভূম জেলার মুরারই ইউনিটের সদস্যরা। পুষ্পস্তবক, মিষ্টি ,উত্তরীয় ও একটি করে গাছ উনাদের হাতে তুলে দেওয়া হয়।বাংলা সংস্কৃতি মঞ্চের ভূয়শী প্রশংসা করেন দুই বিডিও।

উপস্থিত ছিলেন বীরভূম জেলা বাংলা সংস্কৃতি মঞ্চের সেক্রেটারি মো: রিপন, সক্রিয় সদস্য রকি মিয়া, ভরত রবিদাস, মফিদুল হাসান মুক্তা, মোহাম্মদ আরিফ শেখ, আবুল হাসান এছাড়া প্রমূখ।

Latest articles

Related articles