নিউজ ডেস্ক : হিন্দুত্ববাদী শিবিরের ষড়যন্ত্রে আজ জেলে দিল্লির কংগ্রেস কাউন্সিলর ইশরাত জাহান। তাকে ফেব্রুয়ারি মাসে সংঘটিত হওয়া উত্তর পূর্ব দিল্লি দাঙ্গার সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগে বন্দী রেখেছে গেরুয়া শিবিরের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। দিল্লির অন্যান্য অনেক মুসলিম সমাজকর্মী, লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্রনেতাদের সঙ্গে ইশরাত জাহান ও জেলে শিকার হচ্ছেন অকথ্য নির্যাতনের। কখনো পুলিশের কখনো তাদের জেলের অন্যান্য বন্দীদের হাতে। জেলে অন্যান্য দুষ্কৃতীদের হাতে চরম হেনস্থার জন্য একবার জেল পরিবর্তন করা হয়েছে ইশরাত জাহানের। তবে তার ওপর অত্যাচার এবার সব সীমা ছাড়িয়ে গেলো। তাকে অপমানজনক শব্দ দ্বারা উত্যক্ত করা হয়, জেলে মারধর ও করা হয় তাকে। এমনকি তাকে জেলের দেওয়ালের সঙ্গে তার মাথা ঠুকে দেওয়া হয়। তার পোশাক ও ছিঁড়ে দেওয়া হয়। তার বোন সারওয়ার জাহানের ভাষ্যমতে ইশরাত জাহান নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জেলে থাকা দুষ্কৃতীরা তাকে জেলের মধ্যে প্রতিদিন ১ লিটার করে দুধের ব্যাবস্থা করতে চাপ সৃষ্টি করা সহ অনেক অগ্রহণযোগ্য বিষয়ের অবতারণা করে।
The Quint এর সঙ্গে কথা বলার সময় জেলের মধ্যে ইশরাত জাহানের এই অবস্থার কথা উল্লেখ করেন তার স্বামী ফারহান হাশমি এবং সারওয়ার জাহান। ফারহান বলেন, আমরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আছি। এদিন দিল্লির একটি আদালতে শুনানি চলার সময় বিচারক অমিতাভ রাওয়াত এই ব্যাপারে আগামীকাল ১০ টার মধ্যে এই ব্যাপারে রিপোর্ট তলব করেছেন জেল কর্তৃপক্ষের তরফ থেকে। শুনানি চলা কালীন আদালতে উপস্থিত ইশরাত জাহান ক্রমাগত ক্রন্দন করতে থাকেন। বিচারক বলেন, তার চোখে শঙ্কার ছাপ সুস্পষ্ট। এই ব্যাপারটি সম্পর্কে জেল সুপারিনটেনডেন্ট অবহিত বলে স্বীকার করেন।