দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেবে মমতা সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Indian-girl-students-768x403 (1)

নিউজ ডেস্ক : শেষ হতে চলেছে মমতার দ্বিতীয় কার্যকালের মেয়াদ। এতদিন চালু করা সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা যাতে সব যোগ্য ব্যাক্তিরা পেতে পারেন সেই উদ্দেশ্যে চালু করেছেন দুয়ারে সরকার প্রকল্প। এবার মুখ্যমন্ত্রী নজর দিলেন পড়ুয়াদের ওপর। এতদিন করোনার কারণে প্রায় বন্ধ প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু সামনে পরীক্ষার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের প্রয়োজন প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা। তাই ট্যাব কিনতে ১০ হাজার করে টাকা দেওয়া হবে পড়ুয়াদের মমতা সরকারের তরফ থেকে।

প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী উপকৃত হবে এই প্রকল্পের কারণে। যদিও এর আগে রাজ্য সরকার পরীক্ষার্থীদের ট্যাব দেওয়ার কথা বলেছিল কিন্তু এত কম সময়ে ট্যাব দেওয়া সম্ভব নয় বলে এই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,’সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেব বলেছিলাম। আমরা দরপত্র ডাকলে বড়জোর এক থেকে দেড় লক্ষ পেতে ট্যাব পেতে পারি। চিনা ট্যাব কিনতে পারব না। ভারত সরকার বারণ করেছে। অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দিয়ে দেওয়া হবে।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর