এনবিটিভি ডেস্ক: আমরা হামেশা দেখতে পাই যে এটিএমের জালিয়াতি হচ্ছে। এটিএম কার্ডের নম্বর নিয়ে টাকা তুলে নিচ্ছে, এটিএম কার্ড ছিনতাই হচ্ছে। কেউবা মোবাইল থেকে ফোন করে নম্বর জেনে নিয়ে টাকা তুলে নিচ্ছে। কিন্তু এবার এই জালিয়াতির তদন্ত করতে এক সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার।
এটিএম কার্ড জালিয়াতি কান্ডে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে. শবরী রাজকুমার এক সাংবাদিক বৈঠক করলেন বহরমপুরে। বেশ কয়েকদিন যাবৎ মুর্শিদাবাদ জেলার সালার ভরতপুর সহ বিভিন্ন জায়গায় এ টি এম কার্ড জালিয়াতি করে টাকা তুলছিল, এবার গ্রেপ্তার হল ডায়মন্ড হারবারের এক যুবক। আর এটিএম কান্ডে প্রতারিত গ্রাহকদের টাকাও ফেরত দেওয়া হয়।