নিউজ ডেস্ক : আসলে বিধানসভা নির্বাচনে বামপন্থী দলগুলো এবং কংগ্রেস জোট বেঁধে তৃণমূল এবং বিজেপির মোকাবেলা করবে বলে জানিয়েছেন রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গতকাল তিনি নয়াদিল্লিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “দলের হাইকমান্ডের তরফ থেকে রাজ্যে বাম দলগুলোর সঙ্গে জোট করার জন্য সবুজ সংকেত পাওয়া গেছে।” কংগ্রেসের এই সিদ্ধান্তের পর বাম দলগুলো তরফ থেকেও সম্মতির ইঙ্গিত দেয়া হয়েছে। সিপিআইএম এই জোটের জন্য সম্মতি দিয়ে দিয়েছে গতকাল। তবে এখনো পর্যন্ত দুটি দলের তরফ থেকে আসন সমঝোতার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, মিডিয়ায় দেখানো হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে লড়াই হতে যাচ্ছে। কিন্তু বাম এবং কংগ্রেস জোট একটা গুরুত্বপূর্ণ শক্তি। পশ্চিমবঙ্গের সাধারন মানুষ বিজেপি এবং তৃণমূল রাজনৈতিক দ্বন্দ্বে এখন ক্লান্ত তারা একটা উপযুক্ত তৃতীয় শক্তির অপেক্ষায় রয়েছেন। আর সেই তৃতীয় পক্ষ হল বাম কংগ্রেস জোট।
রাজ্যে বিজেপির উত্থান এর ব্যাপারে প্রশ্ন করা হলে মিস্টার চৌধুরী বলেন, এটি অতিরিক্ত অতিরঞ্জিত এবং অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়।
উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে বাম দল গুলো এবং কংগ্রেস জোট বদ্ধ ভাবে লড়েছিল। ৯০ টি আসনে প্রার্থী দিয়ে কংগ্রেস জয়লাভ করেছিল ৪৪ টি আসনে। তবে নির্বাচনের পরবর্তী সময়ে কংগ্রেস থেকে বহু বিধায়ক তৃণমূল কংগ্রেস এবং বিজেপিতে যোগদান করার ফলে তাদের বিধায়ক সংখ্যা এখন অনেক কমে গেছে।