দেবতার নামে ১১,০০০ লিটার দুধ দই এবং দেশি ঘি অপচয় মন্দির শিলান্যাসে

নিউজ ডেস্ক  : ভারতে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে গঙ্গার মতো নদীতে পয়সা ফেলে দেশের সম্পদ অপচয় করা বা কোন মন্দিরে শিব মূর্তি কে স্নান করাতে দুধ, ঘি বা কোন মূল্যবান তরল অপচয় করা করার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে একটি গর্তের মধ্যেই ঢালা হল ১১,০০০ লিটার দুধ দই এবং দেশি ঘি। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলায়। সেখানে মন্দিরের ভিত্তিপ্রস্তর রাখার সময় তৈরি একটি গর্তে ঢালা হয় এই বিপুল পরিমাণ দুধ এবং দুগ্ধজাত পদার্থ। এখন এই পরিমাণ খাদ্যদ্রব্যের বাজার মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা। তৈরি হতে যাওয়া মন্দিরটির নাম দেব নারায়ন মন্দির।

রাজস্থানের গুজ্জার সম্প্রদায়ের মানুষ এক কোটি টাকা ব্যয়ে তৈরি করতে যাচ্ছেন তাদের দেবতা দেব নারায়ন এর একটি মন্দির। সেই উপলক্ষে এই বিশাল অপচয়। মন্দির নির্মাণ কমিটির সদস্য রামলাল গুজ্জার হিন্দুস্তান টাইমস কে বলেন, আমরা মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান এর কয়েকদিন আগেই রাজস্থানের গুজ্জার সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করেছিলাম দুধ দই ও ঘি দান করার জন্য এবং সবাই মুক্ত হস্তে প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিমাণে দান করেছেন।

এমন বিশাল পরিমাণ খাদ্যদ্রব্য অপচয় করা কি বাধ্যতামূলক নাকি ধর্মীয় রীতি এ প্রশ্নের জবাবে রামলাল বলেন, এমন ঘটনা আজকের নতুন নয় এর আগেও বহুবার ঘটেছিল এমন ঘটনা। বহুদিন থেকে এমন রীতি পালন করে আসা হচ্ছে তাই এবারেও করা হলো বলে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, দেবতা দেবনারায়ণ আমাদের সবকিছু দেন, তিনি আমাদের গবাদিপশুকে রক্ষা করেন তার তুলনায় আমরা এই সামান্য দান করাটা সৌভাগ্যের বলে মনে করি।

Latest articles

Related articles