নিউজ ডেস্ক : প্রথমে হয়েছিলেন টাইম ম্যাগাজিনের হিসেবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ মহিলার একজন। এবারও তার স্বীকৃতি মিলল আন্তর্জাতিক মঞ্চ থেকে। এবার হলিউডের ‘ওয়ান্ডার গার্ল’ খ্যাত গাল গ্যাডট দাদীকে তার হিসেব এই বছরের ‘wonder woman’ বলে অভিহিত করেছেন। তার কাজের এই স্বীকৃতি দেখেই অনুপ্রাণিত হচ্ছে বহু মহিলা। কৃষক আন্দোলনে ও সামনের সারিতে দেখা যাচ্ছে বহু মহিলাকে। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে গেরুয়া শিবিরের কর্মসূচি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া কঙ্গনা রানাওয়াত শাহীন বাগের দাদি বিলকিস বানুকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রচেষ্টা করতে গিয়েছে নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন।
২০২০-কে বিদায় জানিয়ে যে সমস্ত নারী তাঁকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে, তাঁদের সম্মান জানিয়ে বেশকিছু ছবি পোস্ট করেন পর্দার ‘ওয়ান্ডার ওম্যান’ গাল গ্যাডট। তাঁর পোস্ট করা ছবিগুলির মধ্যে একটিতে রয়েছেন ‘শাহিনবাগের দাদি’ বলে পরিচিত বিলকিস বানো। ছবিগুলি পোস্ট করে গাল গ্যাডট লেখেন, ”বিদায় ২০২০ সাল। যেসব মহিলাদের থেকে আমি অনুপ্রাণিত, তাঁদের মধ্যে কেউ আমার পরিবারের, কেউ আমার বন্ধু আবার তাঁদের কারও সঙ্গে ভবিষ্যতে দেখা করার ইচ্ছেও রয়েছে”, ছবি পোস্ট করে লিখেছেন গাল গ্যাডট। তবে শাহিনবাগের দাদিকে নিয়ে প্রথমে ভুল ক্যাপশন লিখেছিলেন গাল গ্যাডট। লিখেছিলেন, ‘৮২ বছরের এই দাদি যেভাবে ভারতের মহিলাদের সমান অধিকারের জন্য লড়াই করেছেন, তাতে আমার মনে হয়েছে নিজের ইচ্ছার জন্য লড়াইয়ে বয়স কোনও বাধা নয়।” তবে পরে ক্যাপশনটি মুছে দেন হলিউড তারকা, যদিও বিলকিস বানোর ছবিটি তাঁর ইনস্টাগ্রামে এখনও রয়েছে।
ইসরাইল বংশোদ্ভুত এই অভিনেত্রীর ভারতের মুসলিম মহিলাদের অন্দোলনের মুখ বিলকিস বানুর প্রতি এই সমর্থন নজর কেড়েছে অনেকের। উল্লেখ্য গত ২৫ শে ডিসেম্বর মুক্তি পাওয়া তার অভিনীত ছবি প্রশংসা কুড়িয়েছে অনেকের। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী এই প্রবীণ মহিলার সংগ্রাম আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই আন্দোলনের জন্য শুভ লক্ষণ বলে মনে করছে রাজনৈতিক মহল বিশেষ করে যখন আমেরিকার হবু রাষ্ট্রপতি ভারতের এই বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে তার অবস্থান বার বার ব্যক্ত করেছেন।