সাইফুল্লা লস্কর, নিউজ ডেস্ক : চীন ভারতের ৪০০০ বর্গিকিমি এলাকা হাতিয়ে নিয়েছে বলে ফের কেন্দ্রকে খোঁচা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রামানিয়াম স্বামী। এছাড়াও ভারতের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ছে বলে তিনি টুইটারে মন্তব্য করেন। মোদি সরকারের বিরুদ্ধে নিজেদেরই জনপ্রিয় এক নেতার এমন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার।
গতকাল টুইটারে বিজেপি রাজ্যসভার সাংসদ লেখেন, ” ভ্যাকসিনের উত্তেজনায় ভূলে যাবেন না আমাদের অর্থনীতি ভেঙে পড়ছে এবং লাদাখে ৪০০০ বর্গ কিমি এলাকা চীন হাতিয়ে নিচ্ছে।”
বিজেপি সাংসদ সংবাদ শিরোনামে থাকতে ভালোবাসেন। তাকে ইতিপূর্বে বার বার বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে। কখনো সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত, কখনো পাকিস্তান বিরোধিতায আবার কখনো কংগ্রেস কে আক্রমণ আবার কখনো কেন্দ্রে নিজের দলের সরকারের কোনো পদক্ষেপ কে পদক্ষেপের সমালোচনা করে।
গত এপ্রিল মাস থেকে দক্ষিণ লাদাখের প্যাঙ্গং হ্রদ, গালওয়ান উপত্যকা এবং দেপসং সমভূমি এলাকার বিশাল ভূখণ্ড চীনের লাল সেনাবাহিনী নিজেদের কব্জায় নিয়েছে। মোদি সরকারের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে চীনের সেনাবাহিনী ভারতের সঙ্গে চীনের আন্তর্জাতিক সীমানা LAC লংঘন করেনি। কিন্তু তা সত্বেও আন্তর্জাতিক গণমাধ্যমসহ ভারতের কিছু গণমাধ্যমে বারবার উঠে এসেছে প্রকৃত সত্য। এবার বিজেপি সংসদের এই মন্তব্যে সেটাই আরও স্পষ্ট হলো।
ভারতের অর্থনীতি ২০২০-২১ আর্থিক বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ২৩ শতাংশের বেশি পতনের শিকার হয়। করোনার মহামারীতে পৃথিবীর সবথেকে বেশি নেতিবাচকভাবে প্রভাবিত ভারতের কপালে। প্রায় ১২ কোটি মানুষ কাজ হারিয়েছেন বলে সমীক্ষায় উঠে আসে। মূল্য বৃদ্ধির হার পৌঁছে গিয়েছে বহুকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। সরকার রেল, ব্যাংক, অসামরিক বিমান পরিবহন সহ বিভিন্ন খাত বেসরকারিকরণের পথে হাঁটছে। এমন অবস্থায় বিরোধীদের আক্রমণের মুখে বার বার পড়তে হয়েছে কেন্দ্রের মোদি সরকার কে। কিন্তু এবার আঘাতে এল একেবারে ভেতর থেকেই। স্বামীর টুইটের পর থেকেই মোদি সরকারের সমালোচকরা আরো বেশি করে নিশানা করছেন মোদি সরকারের আর্থিক সামরিক এবং বৈদেশিক নীতি কে।