হোয়াইট হাউসে বিক্ষোভ কারীদের হাতে দেখা যাচ্ছে ভারতের পতাকা

আমেরিকায় সংঘটিত গত কিছু দিনের বিশৃংখলা এখন পৌঁছেছে চরম পর্যায়। কিন্তু সেই বিশৃংখলা এখন আবার নতুন মোড় নিয়েছে। হোয়াইট হাউসের সামনে বিক্ষোভরত ব্যক্তিদের হাতে আমেরিকার জাতীয় পতাকার সাথে সাথে দেখা গেছে ভারতের জাতীয় পতাকাকে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? বিতর্কের সৃষ্টি করেছে নেটাগরিকের একাংশে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও তে দেখা গিয়েছে যে, আমেরিকার পতাকার পাশে স্পষ্ট দেখা গেছে ভারতের জাতীয় পতাকাকে। যদিও, এই ভিডিওর সত্যতা এখনো যাচাই করা হয়নি।

ট্রাম্প সমর্থকরা হোয়াইট হাউসের সামনে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিচ্ছবি ও আমেরিকার জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করছিল, সে সময় একজন হলেও কারো হাতে দেখা গেছে ভারতের জাতীয় পতাকা।

নেটাগরিক দলের এক সদস্য এক ট্যুইট বার্তায় জানান যে,” আমেরিকার পতাকার পাশে ভারতের জাতীয় পতাকা উত্তোলন, রীতিমত বিরক্তিকর ও অবাঞ্চক”। এছাড়াও, আমেরিকা ও ভারতের জাতীয় পতাকার পাশে ঠাই পেয়েছে “কনফেডারেট” পতাকাও। এমনটাই দেখা গিয়েছে লাইভ ফুটেজে।

Latest articles

Related articles