“আমি তাদের বিশ্বাস করিনা” : ইরানের সর্বোচ্চ নেতা নিষেধাজ্ঞা আরোপ করলেন পশ্চিমাবিশ্ব থেকে ইরানের ভ্যাকসিন আমদানির ওপর

সাইফুল্লা লস্কর , এনবিটিভি : পশ্চিমা বিশ্ব থেকে ইরানে করোনা ভ্যাকসিন আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনী। তিনি শুক্রবার ইরানের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন আমেরিকা ও ব্রিটেন এই দুটি দেশে এখনো করোনা ভাইরাসে মৃত্যু বাড়ছে। তাই তাদের থেকে ভ্যাকসিন আমদানি করা ‘হারাম’।

তিনি আরো বলেন, “আমি তাদের বিশ্বাস করিনা।” এদিক থেকে ফ্রান্স ও আস্থার পাত্র নয় বলে তিনি জানিয়েছেন। তবে তিনি পশ্চিমা বিশ্বের এই সমস্ত দেশ গুলো ছাড়া নিরাপদ কোন দেশ থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক আমদানির ব্যাপারে তার সম্মতির কথা জানিয়েছেন।

ইরান করোনা ভাইরাস সংক্রমনের প্রাথমিক পর্যায়ে তৃতীয় সর্বাধিক আক্রান্ত দেশ ছিল চীন এবং ইতালির পরে। কিন্তু যথাযথ সরকারি নীতির ফলে ইরানের করোনা পরিস্থিতি খুব দ্রুত উন্নতি লাভ করে। গত ডিসেম্বর মাসে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনের পর্যায় বা হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে বর্তমানে আমেরিকার ফাইজার, জার্মানির বায়োটেক এবং ব্রিটেনের অক্সফোর্ড ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার জরুরী কালীন ব্যবহার ব্যবহারের অনুমতি মিলেছে। পশ্চিমা বিশ্ব ইরানের ওপর আমেরিকা যুক্তরাষ্ট্রের আরোপ করা বহু নিষেধাজ্ঞা সত্বেও ফাইজার এবং বাইএনটেক ভ্যাকসিন এরানে সরবরাহের প্রস্তুতি গ্রহণ করছিল। খোমেনীর অসম্মতিতে তা ব্যর্থ হয়ে গেল। অবশ্য এর আগে ইরানের আইআরজিসি বিদেশি ভ্যাকসিন ইরানের নাগরিকদের শরীরে প্রয়োগের তীব্র বিরোধিতা করেছিল।

Latest articles

Related articles