এবার ট্রাম্পের তিন দশক পুরোনো সম্মাননা ডিগ্রী কেড়ে নিল বিশ্ববিদ্যালয়, ডিগ্রী প্রত্যাহার করল আরো ২ ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক : গত বুধবারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হাউসে ট্রাম্পের উগ্র সমর্থকদের সহিংস হামলায় মৃত্যু হয়েছে ৫ জনের। সম্ভবত, এই ঘটনাকে কেন্দ্র করেই ট্রাম্পের তিন দশক পুরনো সম্মাননা ডিগ্রী ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য ইতিপূর্বে ট্রাম্পের ব্যক্তিগত টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট ও বন্ধ করা হয়েছে।

১৯৮৮ সালে ট্রাম্পকে এই সম্মাননা ডিগ্রি প্রদান করা হয় লেহিঘ বিশ্ববিদ্যালয় থেকে। সিএনএন এই সম্মাননা ডিগ্রী প্রত্যাবর্তন এর কারণ জানতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। বুধবারের ওই সহিংস ঘটনার দুইদিন পরে বিশ্ববিদ্যালয়টি ট্রাম্পের সম্মাননা ডিগ্রী ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও তাকে দেওয়া ডিগ্রী প্রত্যাহার করে নিয়েছে ওয়াগনার কলেজ এবং রবার্ট গর্ডন ইউনিভার্সিটি।

যদিও, পরবর্তীতে জানা যায় যে, ট্রাম্প সমর্থকদের উগ্র সিদ্ধান্ত ও ট্রাম্পের তাতে উস্কানি দেওয়ার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয় যে “এটি আমাদের গণতন্ত্রের ওপর সহিংস আঘাত, এবং এটা আমরা মেনে নিতে পারি না”।

বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিটাও এক টুইট বার্তায় বলেন “এই সিদ্ধান্তকে একটি বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে বিবেচনা করা হচ্ছে”।

Latest articles

Related articles