দুর্ঘটনার শিকার মোদি সরকারের বিশিষ্ট মন্ত্রী, মৃত্যু তার স্ত্রী এবং চালকের

নিউজ ডেস্ক : দুর্ঘটনার শিকার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশিষ্ট মন্ত্রী শ্রীপদ নায়েক। কেন্দ্রীয় আয়ুশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিরক্ষা দপ্তরের এই প্রতিমন্ত্রী গতকাল কর্ণাটকের অঙ্কলার কাছে এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। হসপিটালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে তার স্ত্রী বিজয়া নায়েক এবং তার ব্যক্তিগত সহকারী দীপকের। অল্পবিস্তর আহত হয়েছেন তার এক বন্ধু এবং তার এক ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী।

গতকাল সন্ধ্যা ৮ টা নাগাদ তার গাড়িতে মন্ত্রী সস্ত্রীক নিজের সহকারী, এক বন্ধু এবং ব্যক্তিগত সহকারীকে নিয়ে আঙ্কলার পথে গোয়া যাওয়ার পথে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে গিয়ে পাশের একটি খন্দে পতিত হয়। ঘটনায় গুরুতর আহত মন্ত্রীকে কর্ণাটকের একটি প্রাইভেট হাসপাতাল থেকে গোয়ার বম্বোলিম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গোয়া সরকারের নির্দেশে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে প্রকাশ করেছেন। তিনি তার আত্মার শান্তি কামনা করেছেন এবং আহত মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Latest articles

Related articles