এনবিটিভি ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল। দীর্ঘ দু’মাসের বেশি সময় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হয়নি উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষাও। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন। ঠিক হয় বকেয়া পরীক্ষাগুলি হবে আগামী ২৯ জুন, ২ ও ৬ জুলাই।
এরপর রাজ্যের বুকে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় আমফান। ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। এবার ফের বদল হল উচ্চমাধ্যমিকের সূচি। মঙ্গলবারই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, উচ্চমাধ্যমিকের অবশিষ্ট ৩টি পরীক্ষা হবে ২, ৬ ও ৮ জুলাই। তিনি জানিয়েছিলেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেওয়া হবে। অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় আড়াই হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ক্লাসরুমে একটি বেঞ্চের তফাতে ছাত্রছাত্রীরা বসবে। প্রতি বেঞ্চে একজন পড়ুয়া। ছাত্রছাত্রীদের মাস্ক পরে আসতে হবে। স্কুলে স্যানিটাইজার থাকবে।
সূত্রের খবর, মুলত কন্টেনমেন্ট জোনের আওতায় থাকা পরীক্ষার্থী ও আমফান বিধ্বস্ত এলাকার পরীক্ষার্থীরা দাবি তুলছিলেন দিন বদলের। সেই বিষয়টি বিবেচনা করেই উচ্চমাধ্যমিকের সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তবে পরবর্তী সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কবে কোন কোন পরীক্ষা হবে সেটা জানিয়ে দেবে।