এনবিটিভি ডেস্ক: ভাড়া বৃদ্ধি নিয়ে বাস মালিকের সঙ্গে টানাপোড়েন চললেও গতকালই ভাড়া বাড়িয়ে রাস্তায় নেমেছে কিছু বেসরকারি বাস। বাসের সামনে নোটিসে লেখা রয়েছে কোভিড-১৯ স্পেশাল ফেয়ার। ৭ টাকা বেড়ে ভাড়া হয়েছে ১০ টাকা। ৯ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১৫ টাকা। ১০ ও ১১ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা।
যাত্রীদের দাবি, এই কদিন বাস না মেলায় অতিরিক্ত ভাড়া দিয়ে ট্যাক্সি অথবা অন্য কোনও গাড়িতে যাতায়াত করতে হচ্ছে। এর থেকে ভাড়া বেশি দিয়ে বাস যাত্রা অনেক বেশি লাভজনক। আজ সকাল থেকে রাস্তায় দেখা গিয়েছে বেসরকারি বাস।