আমফানের পরে আর মিলছেনা কোন ত্রান, ক্ষোভ পাথরপ্রতিমা উত্তর লক্ষ্মীনারায়ণপুর বাসিন্দাদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200603-WA0018

অরিন্দম শীল, পাথরপ্রতিমা, এনবিটিভি: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের উত্তর লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েত। ওই এলাকার ১৯৬ নম্বার বুথ আমফানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সমস্ত বাড়ি, মাঠ-ঘাট লোনা জলে ভরে রয়েছে। লোনা জলের জন্য কোন পুকুরের জলও ব্যবহার করতে পারছে না এলাকার বাসিন্দারা। টিউবওয়েলের জল সেভাবে পাচ্ছেন না বলে অভিযোগ। সেইসঙ্গে বর্তমানে কোন ত্রাণ এলাকায় পৌঁছায়নি বলে এলাকাবাসীর ক্ষোভ। মিলছে শুধুমাত্র সরকারি রেশন। এই রেশনের উপরে নির্ভর করেই বেঁচে থাকতে হচ্ছে এলাকাবাসীর।

যদিও এলাকাবাসীর দাবি আমাদের কবে সুরাহা মিলবে, সেদিকেই আমরা তাকিয়ে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর