অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের উদ্যোগে নদিয়া জেলায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান


অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল একটি সর্বভারতীয় ইমামদের সংগঠন। এই সংগঠনটি ইমামদের বিভিন্ন বিষয়ে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সামিল হয়ে থাকে। এনআরসি বিরোধী আন্দোলন থেকে শুরু সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছিল এদের। শিক্ষার উন্নয়নের লক্ষ্যে এই সংগঠনটিকে স্কলারশিপও প্রদান করে থাকে এই সংগঠন।
বুধবার ইমাম কাউন্সিলের পক্ষ থেকে নদীয়া জেলার নাকাশি পাড়ার গোবিপুর উত্তর পাড়া জামে মসজিদে ছাত্রছাত্রীদের নিয়ে একটি ইসলামিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরষ্কার দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন নাকাশীপাড়া থানার অন্তর্গত হরনগর ইউনিটের সভাপতি ইদ্রিস আলী সেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Latest articles

Related articles