দেশে ফিরেই শ্রদ্ধা জানাতে বাবার সমাধিস্থলে সিরাজ

গাব্বায় ভারতের ‘অজি বধ’-এর অন্যতম নায়ক তিনি৷ অস্ট্রেলিয়ায় সফরচলাকালীন বাবা-কে হারিয়েছিলেন৷ তবুও দেশের কর্তব্য করতে বাবা’র শেষ যাত্রায় সামিল হতে পারেননি৷ কিন্তু সিরিজ শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরেই বিমানবন্দর থেকে সোজা বাবা’র কবরে প্রার্থনা জানাতে গেলেন মহম্মদ সিরাজ৷

গাব্বায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর সিরাজ বলেছিলেন, এটা বাবা’র আশীর্বাদ৷ আর এদিন হায়দরাবাদ বিমানবন্দর থেকে বাড়িতে না-ঢুকে গাড়ি নিয়ে সোজা চলে যান বাবা’র কবরের কাছে৷ ফুল দিয়ে বাবা’কে শেষশ্রদ্ধা জানান টিম ইন্ডিয়ার এই তরুণ বোলার৷

সিরাজ বলেন, ‘আমি বাড়ি যায়নি৷ বিমানবন্দর থেকে সোজা কবরস্থানে চলে যায়৷ বাবা’র পাশে বসে কিছুক্ষণ সময় কাটায়৷ কথা বলতে পারিনি ঠিকই, কিন্তু ফুল দিয়ে শেষশ্রদ্ধা জানায়৷’

Latest articles

Related articles