বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি জন্মজয়ন্তী পালন হলো মালদাতে

এনবিটিভি ডেস্ক, মালদা: সরকারি নির্দেশ মতোই দুপুর বারোটায় প্রত্যেক জেলার পাশাপাশি মালদা জেলাতেও সরকারিভাবে স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিন পালন করা হলো। শনিবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে স্বাধীনতা সংগ্রামী নেতাজীর জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

শঙ্খধ্বনি, উলুধ্বনি, গান স্যালুট সহ নানা দেশাত্মবোধক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজির ১২৫তম জন্মদিন পালন করা হয়। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন জেলা শাসক রাজর্ষি মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মালদা জেলা প্রশাসনের পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও নেতাজির জন্মদিন পালন করা হয়। মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পদযাত্রাও।

Latest articles

Related articles