নেতাজির জন্ম দিবসে দৌড় প্রতিযোগীতা মেদিনীপুরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210123-WA0042

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন মেদিনীপুরের জাতীয় উৎসব বলে পরিচিত। সেই উপলক্ষে আজ ১০মাইল দৌড় প্রতিযোগিতা হয়। এই বছর ৫৬তম বর্ষে পদার্পণ করেছে করল এই প্রতিযোগিতা।

প্রতি বছরের মত আজ কুয়াশাসিক্ত সকালে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুল ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোট ১৩০ জন প্রতিযোগী আজকের দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কেবল পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, বিহার সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও প্রতিযোগী দৌড়বীররা এই দশ মাইল দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিবছর। অমিত জাঙ্গীর ৫০ মি ২১ সেকেন্ড সময়ে দশ মাইল দৌড় সম্পূর্ণ করে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।

বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, সমাজসেবী গোপাল সাহা, নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর