এনবিটিভি ডেস্ক, মালদা: কালিয়াচক ১নং ব্লকের সুজাপুর বিধানসভা কেন্দ্রের গয়েস বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেঙ্গল অক্সফোর্ড একাডেমি নামক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পটি পরিচালনা করেন মালদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও তারাবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ডঃ নজিবর রহমান, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য বিশিষ্ট ইঞ্জিনিয়ার শামসুর রহমান, শিক্ষক আহমেদ ডক্টর নজরুল মোল্লা, জিসান আলী প্রমূখ। জেনারেল ফিজিশিয়ান, শিশু অভিজ্ঞ, চক্ষু চিকিৎসা অভিজ্ঞ ও বিভিন্ন বিভাগের ডক্টর এই ক্যাম্পে সেবা প্রদান করেন। রোগীরা তাদের রোগের চিকিৎসা করতে পেরে আনন্দ প্রকাশ করেন। যে সমস্ত রোগের টেস্টের ব্যবস্থা বা ল্যাবরেটরি এখানে নেই কর্তৃপক্ষ তাদের টেস্টগুলো করিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন সমাজসেবামূলক কাজে শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজ সচেতন ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব সকলের এগিয়ে আসা উচিত, তাহলে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই উদ্যোগ গ্রহণ করার জন্য সকল বক্তা অধ্যক্ষ মহাশয়কে, বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং স্থানীয় সমাজকর্মী আজিজুর রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই ক্যাম্পটির সমস্ত ব্যবস্থাপনায় দায়িত্ব গ্রহণ করেছিল মালদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল।