এসআইও এর উদ্যোগে শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ,নিজস্ব সংবাদদাতাঃ এস আই ও এর উদ্যোগে রবিবার মুর্শিদাবাদ জেলার রাইচক ইউনিটে অনুষ্ঠিত হল শিশু–কিশোর উৎসব৷ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। মিটিপুর সাধারন ক্লাব সংলগ্ন মিঠিপুর ফুটবল ময়দানে উৎসবে নানা বিষয়ে অংশগ্রহণ করে ৷ শরীর চর্চা, স্মৃতি পরীক্ষা, আবৃত্তি, ক্যারাটে, কুইজ সহ বিভিন্ন বিষয়ে সকলের প্রাণবন্তভাবে অংশগ্রহনে আপ্লুত সবাই। “সুন্দর ভবিষ্যত গঠনে ,চল যাই কিশোর অঙ্গনে” এই শিরোনামে সারা রাজ্য ব্যাপী শিশু কিশোর উৎসব ক্যাম্পিং শুরু হয়েছে। ইতি মধ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ইউনিট সার্কেলে ব্যাপক ভাবে কিশোর উৎসব পালিত হচ্ছে।

এস আই ও ইউনিট প্রেসিডেন্ট উমর ফারুক জানান “শিশু কিশোরদের আগামী দিনের পথ প্রশস্থ করতে এই আয়োজন ” । তিনি আরো জানান শিশুদের মন কোমল,তাদের তৎপরতা উৎসাহ ও উদ্দীপনাকে কাজে লাগিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার বার্তা দেয়া হচ্ছে। বড় মানুষদের জীবন চর্চার গুরুত্ব তিনি তুলে ধরেন৷”
উপস্থিত ছিলেন শিশু–কিশোর সেক্রেটারি আকবর শেখ , ব্লক সেক্রেটারি খায়রুল শেখ এবং ইউনিট প্রেসিডেন্ট উমর ফারুক।

Latest articles

Related articles