নার্সিং ট্রেনিং স্কুলের আড়ালে চলত নীল ছবির শুটিং মালদায়, অবাক এলাকাবাসী

এনবিটিভি: নার্সিং ট্রেনিং স্কুলের আড়ালে চলত নীল ছবির শুটিং। গোপন সূত্রে খবর পেয়ে পর্দা ফাঁস করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় মালদা শহরের সুভাষ পল্লী এলাকায় হানা দিয়ে হাতেনাতে দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। পলাতক দুই যুবক বলে জানা গেছে।

উল্লেখ্য মালদা শহরের সুভাষ পল্লী এলাকায় স্থানীয় এক বাসিন্দার বাড়ি ভাড়া নিয়ে দুই যুবক খুলে বসে ছিল এই নার্সিং ট্রেনিং স্কুল। কয়েক মাস ধরেই এই নার্সিং ট্রেনিং স্কুল আরে চলত নীল ছবির শুটিং বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের সন্দেহ হয় বিষয়টি। কিন্তু তার আগেই সোমবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলে। মঙ্গলবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles