Wednesday, April 23, 2025
30 C
Kolkata

Mia Khalifa,Rihanna on Farmer Protest: রিহানা, থুনবার্গের পর কৃষক আন্দোলনে সমর্থন মিয়া খালিফারও, ‘কী হচ্ছে? মানবাধিকার লঙ্ঘন!’

রিহানার ট্যুইটটি ব্যাপক ভাইরাল হয়েছে, যাতে তিনি লিখেছেন, কেন আমরা এ নিয়ে কথা বলছি না?! কৃষক আন্দোলন। দু লাখের ওপর রিট্যুইট হয় সেটি।

আর থুনবার্গ লেখেন, ভারতে #কৃষক আন্দোলনের প্রতি আমাদের সমর্থন, সহমর্মিতা জানাই।

ভারতের কৃষক আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক স্তরে সমর্থনের পাল্লা ক্রমশঃ ভারী হচ্ছে। রিহানা, গ্রেটা থুনবার্গের পর এবার মিয়া খালিফাও পাশে দাঁড়ালেন কৃষক আন্দোলনের। তিনি ট্যুইট করেছেন তিনটি কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে পঞ্জাব ও হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকদের সমর্থনে। সিঙ্ঘুতে জড়ো হওয়া কৃষকদের মোকাবিলায় ভারত সরকার দমনপীড়নমূলক পদক্ষেপ করছে বলে নানা মহলের অভিযোগ। তাকেই সিলমোহর দিয়ে পর্নস্টার মিয়া লিখেছেন, কী হচ্ছে? চরম মানবাধিকার লঙ্ঘন চলছে। ওরা দিল্লির আশপাশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে?!# কৃষক আন্দোলন।
প্রতিবাদস্থলের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে তিনি এমন ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি লোক হাতে একটি প্ল্য়াকার্ড ধরে রয়েছে, যাতে লেখা কৃষক হত্যা বন্ধ করো। যদিও ভারত সরকার খ্যাতিমান আন্তর্জাতিক পরিচিতিসম্পন্ন এমন ব্যক্তিত্বদের অভিমত খারিজ করে দিয়ে জানিয়েছে, এঁরা সেনসেশন ছড়াচ্ছেন অর্থাত্ অযথা শোরগোল তুলছেন।

মিয়ার আগে আন্তর্জাতিক পপ তারকা রিহানা, পরিবেশবাদী কর্মী প্রতিবাদী স্বভাবে মেয়ে বলে পরিচিত থুনবার্গও ট্যুইট করেন আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে। গতকালের ট্যুইটে উভয়েই কৃষকদের প্রতিবাদস্থলের খবরের ক্লিপিং শেয়ার করেন। রিহানার ট্যুইটটি ব্যাপক ভাইরাল হয়েছে, যাতে তিনি লিখেছেন, কেন আমরা এ নিয়ে কথা বলছি না?! কৃষক আন্দোলন। দু লাখের ওপর রিট্যুইট হয় সেটি। আর থুনবার্গ লেখেন, ভারতে #কৃষক আন্দোলনের প্রতি আমাদের সমর্থন, সহমর্মিতা জানাই।
তবে পাল্টা জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিদেশি তারকাদের কৃষক আন্দোলন সমর্থন করায় উল্টে সন্ত্রাসবাদী তকমা দিয়েছেন।
দু মাসেরও ওপর হয়ে গেল পশ্চিম উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা তিনটি কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির একাধিক সীমান্ত অবরোধ করে বসে আছেন। প্রজাতন্ত্র দিবসে পূর্ব নির্ধারিত রুটে ট্রাক্টর মিছিল না বের করে তাঁরা দিল্লির ভিতরে ঢুকে পড়েন বলে অভিযোগ। লালকেল্লায় ঢুকে পড়ে ১৫ আগস্ট জাতীয় পতাকা তোলার খুঁটিতে নিজেদের নিশানা লাগিয়ে দেন। আইটিও-তে দিল্লি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। লাঠি, কাঁদানে গ্যাস চলে। দিনকয়েক আগে লালকেল্লার ঘটনা দেশের কাছে দুঃখের, বেদনাদায়ক বলে তার নিন্দা করেন।
কেন্দ্র কৃষকদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পরও সমাধানসূত্র বেরয়নি। বিরোধী দলগুলির অভিযোগ, কেন্দ্র আন্তরিক নয়।

 

Hot this week

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

Topics

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

Related Articles

Popular Categories