রিহানার পর কৃষকদের পাশে বহু NBA সুপারস্টার, NFL স্টার কৃষকদের জন্য দান করলেন ১০,০০০ ডলার

নিউজ ডেস্ক : কৃষক আন্দোলনের সমর্থনে বিশ্ব বিখ্যাত পপ গায়িকা রিহানার এগিয়ে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি সরকারের সমর্থনে মন্তব্য করতে দেখা গেছে কঙ্গনা রানাওয়াত, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, অজয় দেবগান, অক্ষয় কুমার, শিখর ধাওয়ান এর মত মোদি ঘনিষ্ঠ সেলিব্রিটিদের। তবে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে থেকে কৃষক আন্দোলনের জন্য মিলল আরও ব্যাপক সমর্থন। এবার বেশ কিছু এনবিএ সুপারস্টার এগিয়ে এলেন কৃষকদের সমর্থনে। বিশ্বখ্যাত এন এফ এল সুপারস্টার জুজু স্মিথ শুষ্টার কৃষক আন্দোলনের সমর্থনে ১০ হাজার মার্কিন ডলার দান করেছেন।

 

আরেক এনবিএ সুপারস্টার ব্যারন ডেভিস কৃষক আন্দোলনের ব্যাপারে সারা বিশ্বের মধ্যে জনমত সংগ্রহের জন্য সবাইকে সচেতনতা গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। আজ স্মিথ শুস্টার টুইটারে লেখেন, “অসহায় কৃষকদের চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে ১০ হাজার মার্কিন ডলার দান করেছি জানাতে পেরে আনন্দিত লাগছে। আশা করছি আন্দোলনরত আর কোনো কৃষকের মৃত্যু হবে না।” তিনি সবাইকে কৃষক আন্দোলনের সমর্থন করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য মোদি সরকার কৃষক আন্দোলন রোধ করার জন্য দিল্লির চারিদিকে রাস্তায় ব্যারিকেড করে পেরেক গেঁথে রেখেছে। এছাড়াও কৃষকদের আন্দোলনের স্থলে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বন্ধ করা হয়েছে জল সরবরাহ এবং শৌচাগারের ব্যবস্থাও। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তর থেকে স্বাভাবিকভাবেই ব্যাপক সমর্থন পাচ্ছে কৃষক সংগঠনগুলি। অন্যদিকে এতদিন কৃষক আন্দোলনের ব্যাপারে কোনো মন্তব্য না করা ভারতের সাম্প্রদায়িক শক্তির ঘনিষ্ঠ সেলিব্রিটিরা এখন দেশের সার্বভৌমত্বের দোহাই দিয়ে মোদি সরকারের কাছে নিজেদের প্রিয় পাত্র করার দিকে মনযোগী হয়েছে। গতকাল ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কৃষক আন্দোলনের সমর্থনে মানবিক কারণে যে সমস্ত আন্তর্জাতিক সেলিব্রিটিরা এগিয়ে আসছেন তাদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ভারতের বিরুদ্ধে যে সুসংগঠিত অপপ্রচার চালানো হচ্ছে তা রুখে দেয়া হবে। আমরা নিজেদের প্রতিরক্ষা করতে জানি।

Latest articles

Related articles